রাজ্যে এই প্রথম স্ট্র্যাটেজি বেসড ক্লাস এর আয়োজন করেছে “WBCS forum”। ছাত্র ছাত্রীদের সাফল্যের অন্যতম হাতিয়ার “WBCS forum” এর স্ট্র্যাটেজি বেসড ক্লাস (strategy based class)।
যে কোনও পরীক্ষার প্রস্তুতির শুরু থেকে শেষ পর্যন্ত – প্রতিটি ক্লাসই হওয়া উচিত স্ট্র্যাটেজি বেসড। কারণ প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয় নির্দিষ্ট মান বজায় রেখে। আর এই প্রশ্নপত্রের মান এর সঙ্গে সঙ্গতি রেখে স্ট্র্যাটেজি নির্ধারণ করা হয় “WBCS forum” এর পক্ষ থেকে। সেই অনুযায়ী প্রতিটি ক্লাস হয়। আর এখানেই অন্য প্রতিষ্ঠানের থেকে কয়েক ধাপ এগিয়ে এই প্রতিষ্ঠান।
তাই অহেতুক অতিরিক্ত পড়া এবং ক্লাসের গুরুভার এর বদলে কোর্সের শুরু থেকেই নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুসরণ করে “WBCS forum”। এই স্ট্র্যাটেজি তৈরির দায়িত্বে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক- শিক্ষিকা, প্রতিযোগিতামূলক বইয়ের লেখক-লেখিকা এবং পত্র পত্রিকার সম্পাদনায় যুক্ত ব্যক্তিরা। “WBCS forum” এর যে কোনও কোর্স অভিভাভক এবং ছাত্র ছাত্রীদের পছন্দের প্রথম তালিকায় থাকার অন্যতম কারণ স্ট্র্যাটেজি বেসড ক্লাস (strategy based class)।
আপনিও যদি এই স্ট্র্যাটেজি বেসড ক্লাস এ ভর্তি হতে চান তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে – 7031462300 / 8240357930
বা ক্লিক করুন নীচের বাটনে –