Suggestive Course

যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার লাস্ট মিনিট সাজেশনের (Last minute suggestion) জন্য “Suggestive Course” পরীক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় ১ নম্বরে। গত ১১ ডিসেম্বর, ২০২২ এ হওয়া রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষায় “WBCS forum” এর স্ট্র্যাটেজি এবং স্টাডি ম্যাটেরিয়াল থেকে ৭০% প্রশ্ন কমন এসেছে। প্রাইমারির এই “Suggestive Course” (Last minute suggestion) ছিল মাত্র ১ মাসের। স্ট্র্যাটেজি বেসড এই কোর্স এখনও পর্যন্ত অদ্বিতীয়, বলা যেতে পারে অপ্রতিরোধ্য।

মাত্র ১ মাসের কোর্স করেই আপনি পেতে পারেন সাফল্যের ঠিকানা। তবে তার জন্য “WBCS forum” এর ডিরেক্টর স্যার এর গাইড অনুসরণ এবং পরীক্ষার্থীদের অধ্যাবস্যায় জরুরি।

রাজ্যের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে  “WBCS forum” এই রয়েছে  মাত্র ১ মাসের সাজেস্টিভ কোর্স। রাজ্যের প্রতিটি ছাত্র ছাত্রী যাতে করে স্বল্পমূল্যে প্রস্তুতি নিতে পারেন তার জন্য এই কোর্স শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃ  Best coaching Institute for Govt. jobs

WBCS forum এর স্ট্র্যাটেজি বেসড সাজেস্টিভ কোর্স থেকে ৭০% কমন আসায় অন্যান্য প্রতিষ্ঠানও এই ধরনের কোর্স শুরু করেছেন। কিন্তু সাফল্য পাননি। কারণ সাজেস্টিভ কোর্স এর জন্য দরকার অভিজ্ঞতার। আর তা রয়েছে একমাত্র WBCS forum এর।

সাজেস্টিভ কোর্স এর স্টাডি ম্যাটেরিয়াল এর জন্য WBCS forum এর রয়েছে নিজস্ব রিসার্চ টিম, আর এই টিম পরিচালনা করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর স্যার নিজে। সন্তু স্যার (Director, WbCS forum) নিজে ১০ বছর ধরে প্রতিটি পরীক্ষার প্রশ্ন পত্র বিশ্লেষণ এবং কয়েক হাজার ছাত্র ছাত্রীকে গাইড করার অভিজ্ঞতার পর শুরু করেছেন এই কোর্স।

মনে রাখবেন এই কোর্সের মেয়াদ মাত্র ১ মাস এর। পরীক্ষার ঠিক ১ মাস আগেই এই কোর্স শুরু হয়।

আরও পড়ুনঃ WBCS পরীক্ষার প্রস্তুতিতে কেন ১ নম্বরে WBCS forum

তাই যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার শেষ মুহূর্তের ১০০% প্রস্তুতির (Last minute suggestion) জন্য যোগাযোগ করুন এই নম্বরে 7031462300 / 8240357930 । ম

অথবা,

নীচের লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করুন, আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন।

আমি স্ট্র্যাটেজি বেসড সাজেস্টিভ কোর্স এ ভর্তি হতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *